কীভাবে OS X এ NVIDIA ওয়েব ড্রাইভার ইন্সটল করবেন

Mac এবং Hackintosh এর জন্য

এনভিডিয়া ওয়েব ড্রাইভার কি?
সাধারণত অ্যাপেল সকল প্রয়োজনীয় ড্রাইভার (Original) OSX এর সাথে দিয়ে থাকে। কিন্তু রিটেইল ড্রাইভার এ কিছু সমস্যা এবং সব কার্ডর সঢ়পোর্ট করে না । তাই এনভিডিয়া ওয়েব ড্রাইভার এ সব সমস্যার সমাধান করে এবং কার্ড এর সম্পুন্ন সঢ়পোর্ট দিয়ে থাকে।
Mac Osx এর ড্রাইভারকে “Kext” বলে।

ইন্সটল পদ্ধতি : Mac Pro ৩,১  ৪,১ অথবা ৫,১ smbios (hackintosh) এ ওয়েব ড্রাইভার করা ভাল, কিন্তু অন্য গুলতে এটা কাজ করবে।

  • ম্যাকএরজন্য ডাউনলোড করে ইন্সটল করুন।

১. Hackintosh এর জন্য ওয়েব ড্রাইভার .pkg (নিচে) ডাউনলোড করে ইন্সটল করুন। রিবুট করে ৩ নং পদ্ধতি অনুসরণ করুন।
২. যদি ইন্সটল করতে কোন সমস্যার হয় , তাহলে নিচের সফটওয়্যার ব্যাবহার করুন।
ডাউনলোড Pacifist
Pacifist এ ওয়েব ড্রাইভার.pkg খুলুন। আপনি manually extract করে kext ইন্সটল করতে পারেন অথবা Pacifist ব্যাবহার করে ইন্সটল করতে পারেন। এরপর ৩ নং পদ্ধতি অনুসরণ করুন। ওয়েব ড্রাইভার এনাবেল করতে boot flag ব্যাবহার করুন। নতুন ওয়েব ড্রাইভার ৩ নং পদ্ধতিটি অটোমেটিক যোগ করে।

৩. এনাবেল করতে নিচের boot flag ব্যাবহার করুন।

nvda_drv=1
  • আপনি এই flag টি Clover ‘config.plist’ এবং Chameleon ‘org.chaneleon.boot.plist এ যোগ করতে পারেন। এটা সুধু hackintosh এর জন্য।
  • যদি ‘nvram’ ব্যাবহার করতে চান তাহলে ‘Terminal’ খুলুন ও নিচের CMD রান করুন।
sudo nvram boot-args="nvda_drv=1"

৪. ওয়েব ড্রাইভার disable করতে।

nvda_drv=0  or nv_disable=1

ডাউনলোড ড্রাইভার
Lion:

Mountain lion:

Mavericks:

Yosemite:

El Capitan:

নতুন! সফটওয়্যার : “NVIDIA Web Driver Updater” সফটওয়্যার টি সাহায্রে OS এর driver/kext আপডেট করতে পারেন।

379323nvidiawebdriverupdatercapture.png

ডাউনলোড : NVIDIA Web Driver Updater

Hackintosh এর কিছু সমস্যার সমাধান।
১. CUDA ড্রাইভার আপডেট করতে সমস্যা হলে নিচের পধতি গুল ব্যাবহার করুন
CUDA Driverupdate required‘ 
পদ্ধতি ১-  Go to /Library/Frameworks/CUDA.framework/Versions/A/Resources then open Info.plist.
Find <key>NVDAResmanVersions</key> and add this:

<key>343.01.01</key>
        <string>343.01.01</string>

পদ্ধতি ২- যদি আপনি উপরের পধতি ব্যাবহার না করতে চান তাহলে নিচের ফাইলটি ডিলিট করুন।

/Library/LaunchAgents/com.nvidia.CUDASoftwareUpdate.plist

এডিট এর পর reboot করুন।

২. যারা OS আপডেট করেছেন এবং ওয়েব ড্রাইভার কাজ করছে না।
Go to /System/Library/Extension/NVDAStartup.kext/Contents/Info.plist
নিচের লাইনটি আপনার OS version ব্যবহার করুন

<key>NVDARequiredOS</key>
 <string>14C109</string>

যাদের GPU unsupported, তারা নিচের পদ্ধতি ব্যাবহার করতে পারেন।

৩. হার্ডওয়্যার চেক রিমুভ করতে চাইলে।
Terminal খুলুন ও নিচের CMD ব্যাবহার করুন। উদাহরণ – এখানে ব্যাবহার করছি 343.01.01f03 । আপনাকে যে version ডাউনলোড করেছেন তা বসাতে হবে। ডাউনলোড করা ড্রাইভারটি ~/Downloads ফোল্ডার এ রাখতে হবে।

pkgutil --expand ~/Downloads/WebDriver-343.01.01f03.pkg ~/Downloads/WebDriver

Installer content unpack হওয়ার পর ওয়েব ড্রাইভার ফোল্ডার থেকে Distribution ফাইল text editor দিয়ে খুলে, নিচের লেখা লাইন পরিবর্তন করুন।

var found_hardware = 0;

এই লাইন দিয়ে।

var found_hardware = 1;

ফাইল সেভ করে বন্ধ করুন। এরপর নিচে লেখা CMD run করুন।

pkgutil --flatten ~/Downloads/WebDriver ~/Downloads/WebDriver-343.01.01f03.pkg

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.